বিয়ে কথন– তাহরিমা ইসলাম

 

প্রবাদে বলে “যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই”-কথাটা শুনতে যেমনি হউক এটাই বাস্তব। অনার্স ২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে পা রাখার পূর্বেই প্রতিটা মেয়ে বুঝে যায় এই প্রবাদের মর্মার্থ। কুয়াতলা থেকে কর্পোরেট জগৎ যেখানেই যাও না কেন,শুনতেই হবে ” বিয়ে করেছ? বিয়ে কবে করবে? বিয়ে কেন করছো না? বিয়ের পরেও পড়া যায়। বর্তমানে তো নতুন যুক্ত হয়েছে যে বয়স বেশি হয়ে গেলে কিন্ত ভালো পাত্র পাবে না।আহারে!

তারপর কি হলো,পাত্রী রাজি হলো বিয়েতে কিন্ত পাত্রকে তার পছন্দ হলো না।আহা! এ তো মহা মুশকিল,পাত্র কেন পছন্দ হবে না? শোন মেয়ে,”জন্ম মৃত্যু বিয়ে,তিন বিধাতা নিয়ে”। যে পাত্র ঠিক করেছে, সেই তোমার জন্য বিধাতা ঠিক করে রেখেছে।
হায়!একি কথা! কিছুদিন পূর্বেই বলছিলো বয়স হয়ে গেলে পাত্তা পাওয়া যাবে না!
হাসছেন আপনি! এটা আমাদের সমাজ। হাসবেন না,দুটো বিষয়ই তো বললাম কেবল।

-আমি কে?

আমি রাতি। অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছি ভাই,বিয়েটা করিনি এখনো। তাই বলে তো আমি নাকি Most Junior হিহি।

আর বলবেন না,বয়সে ছোট হলেও আমার বড় বোনের চেয়ে আমি আবার একটু বেশি পাকা।তাই বিয়ে বিড়ম্বনা নিয়ে ভালোই অভিজ্ঞতা। কিন্তু বিষয়টা হলো যে বিয়েতে আমার মনোযোগ একদমই নাই। স্বেচ্ছায় পায়ে শিকল পরতে কে চায় বলুন? যুগ যতই পালটে যাক আর আমরা আধুনিক হই। ঘরের বউ কিন্ত আমাদের সমাজে ঘরেই সুন্দর। যেরকম “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে”।

– একি মুখ কালো কেন? থাক,আর বললাম না আমার বিয়ে না করার কারণ,জ্ঞানীরা দুকথাতেই বুঝে,তাইনে?

তাহরিমা ইসলাম

শিক্ষার্থী, কুমিল্লা সরকারি মহিলা কলেজ।