আশুগঞ্জে আধুনিক মানের কার্গো টার্মিনাল
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র নদীবন্দর মেঘনা তীরবর্তী আশুগঞ্জ। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে ট্রানজিট চুক্তি স্থাপনের পর অনেকাংশে গুরুত্ব বেড়েছে। এতদ সঙ্গতেই আশুগঞ্জ নদীবন্দরে নির্মিত হবে আধুনিক মানের কার্গো টার্মিনাল। এ সংক্রান্তে অবকাঠামো নির্মাণে প্রস্তাবিত ভূমি সংক্রান্ত সমস্যা নিরসনে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধি দল সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নৌ-মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (সংস্থা-১) ও নৌ-মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহবায়ক অনল চন্দ্র দাসের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল সরেজমিনে আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শনে এসে স্থান পরিদর্শনসহ অংশীজনের সাথে মতবিনিময় করেন।
বিআইডব্লিউটিএ‘র সুত্র জানায়, আশুগঞ্জ নৌবন্দর উন্নয়নে বিআইডব্লিউটিএ‘র তত্ত্বাবধনে এবং বিশ্বব্যাংক এর আর্থিক সহায়তায় একটি আধুনিক মানের কার্গো টার্মিনাল করার প্রকল্প হাতে নিয়েছে নৌমন্ত্রণালয়। গৃহিত প্রকল্পটির অবকাঠামো বাস্তাবায়নের ৬.৩০ একর ভূমির প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নে এসব ভূমি কোন্ প্রক্রিয়ায় প্রকল্পের আওতায় আনা যায় তা সরেজমিনে পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার কথা রয়েছে।
নৌ-মন্ত্রণালয়ের গঠিত আহবায়ক কমিটির প্রতিনিধিদলের পরিদর্শনকালে অন্যান্যদেের মাঝে প্রকল্প পরিচালক মাহমুদ হাসান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শামসুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (উপকরণ ও নিরীক্ষা বিভাগ) মো. দিদাদরুল আলম তরফদার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার প্রমূখ উপস্থি ছিলেন।