এবার কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৩

 

কুমিল্লায় যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপে শিশুসহ তিনজন আহত হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর বানাশুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলসূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি বানাশুয়া ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেনের বগিতে পাথর ছুঁড়ে মারে। পাথরের আঘাতে ট্রেনের ৬০১৭ নম্বর বগির ১ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙ্গে পাথরটি কেবিনে থাকা শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ তিন যাত্রী আহত হয়।
ট্রেনের অ্যাডেন্টডেন্ট বদিউল আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে। ট্রেনে চিকিৎসা ব্যবস্থা না থাকায় আহত যাত্রীদের লাকসাম রেলওয়ে স্টেশনে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি। আহত যাত্রীরা শংকামুক্ত।