এমপি সীমা করোনা আক্রান্ত,দোয়া কামনা

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ২০ জুলাই তার করোনা শনাক্ত হয়।

এমপি সীমা বলেন, ঈদ-উল-আযহার সময়ে তার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তিনি বাইরে কাউকে না জানিয়ে চিকিৎসা নিচ্ছেন। ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় তার চিকিৎসা চলছে। তিনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য- এমপি সীমা বঙ্গবন্ধুর স্নেহভাজন কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে। পরিবারের পক্ষ থেকেও এমপি সীমার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।