কবিতাঃ বাংলার জেলায় চলা- দেবব্রত ঘোষ
চলতেই থাকে মানুষের সচল চলা,
আরো পড়ুন:
চলতেই থাকে আলো আঁধারির নিরন্তর খেলা,
জীবনের আঁশে গ্রাম থেকে উপজেলা আর জেলা
বিভাগ হয়ে রাজধানীতে উড়ায় স্বপ্ন সুখের ভেলা ।।
পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও থেকে ঢাকা
কাজের পিছে সারা বেলা ঘোরে একা একা।
দিনাজপুর, রংপুর, জামালপুর, শরীয়তপুর থেকে ঢাকা
আবাস, আশ্রয়, কর্ম কোত্থাও নাহি ফাঁকা।
লক্ষ্মীপুর, পিরোজপুর, শেরপুর, মাদারীপুর থেকে ঢাকা
উদ্দেশ্য সবার একটাই, উপার্জন শুধু টাকা।
ঢাকার কাছে শিল্প-বানিজ্যে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর,
সাতক্ষীরার চিংড়ি, সরকার শুরু মুজিবনগর মেহেরপুর।
জসীম উদ্দিনের ফরিদপুর, জাতির পিতার গোপালগঞ্জ
রবীন্দ্রনাথের কুষ্টিয়া ও সিরাজগঞ্জ
মুন্সিগঞ্জে পদ্মা সেতু, যমুনা সিরাজগঞ্জ
চায়ে হবিগঞ্জ, হাওরে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ।
আমে রাজশাহী-চাঁপাই, পাবে কাঁচাগোল্লা নাটোর
চাঁদপুর-বরিশালের ইলিশ, মধুসূদন-খেজুর রসে যশোর।
ময়মনসিংহের মন্দা, চমচমে টাঙ্গাইল
পুণ্ড্রনগর বগুড়ার দই, নৌকাবাইচে নড়াইল।।
রসমালাই, ময়নামতি, শালবনবিহার, বার্ডে কুমিল্লা
পাগল হলে পাবনা, সবচেয়ে বড় দ্বীপ ভোলা।
লালনের কুষ্টিয়া, নজরুলের কুমিল্লা, চিলমারিতে কুড়িগ্রাম,
পতেঙ্গা, কর্ণফুলীটানেল, বন্দর-শিল্প-বানিজ্যে চট্টগ্রাম।।
সবাই যায় সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার
বিনোদন, শিক্ষাসফর, মনোরঞ্জনে আরও যায় মৌলভীবাজার।
ইতিহাসে আছে লেখা নওগাঁ, নারায়ণগঞ্জ, খুলনা, বাগেরহাট
অক্ষির আড়ালে থাকে নেত্রকোণা, জয়পুরহাট, লালমনিরহাট।
আরও তবে আছে জেলা যেতে নাহি মানা
ঝিনাইদহ, ফেনী, ঝালকাঠি, রাজবাড়ী, নোয়াখালী,
বিচিত্র নাম কানে বাজে দেয় সবাই হানা
ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, চুয়াডাঙ্গা, মাগুরা, পটুয়াখালী ।।