করোনা রোগীদের বাড়িতে বাড়িতে ছাত্রলীগের ‘ফল উপহার’ প্যাকেজ

 

আমোদ রিপোর্টার

করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি ফল সামগ্রী নিয়ে যাচ্ছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ‘হ্যালো ছাত্রলীগ’টিম। আম, মাল্টা, লটকন, আনারস, পেয়ারা, আমড়া, জাম্বুরা, লেবু, কালোজিরা, কলা ও কমলা দেয়া হচ্ছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চলতি সপ্তাহ থেকে এই সেবা চালু করেন উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বের টিমের সদস্যরা। এখন পর্যন্ত ২৫ টি পরিবারে ফল উপহার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, ‘মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশনায় এই ‘ফল উপহার’ প্যাকেজ। এই সেবা চলমান থাকবে।
উল্লেখ্য, করোনায় মৃতদের লাশ দাফন, খাদ্য সহায়তা, টেলি-মেডিসিন সেবা, রক্তদানসহ নানা মানবিক কাজের জন্য ‘হ্যালো ছাত্রলীগ’ প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন