`কর্মদক্ষতা প্রশিক্ষণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সহকারি কমিশনার (ভূমি) সাইফ উল আরেফীন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব। এ সময় বক্তারা বলেন, কর্মদক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডসহ সামাজিক উন্নয়নে কাজ করে যেতে হবে। কোর্সে সদর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য ও ইউনিয়ন পরিষদ সচিবসহ মোট ১৪০ জন অংশগ্রহণ করেন।