কসবায় পুলিশি বাঁধায় যুবদলের আনন্দ মিছিল পণ্ড : একজন আটক
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবদলের নতুন আহ্বায়ক কমিটির পদধারীদের আনন্দ মিছিল পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে। এসময় সরকারি কাজে বাঁধা দেয়ার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর এলাকায় ঘটে এই ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি জেলার কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। গত ৯ সেপ্টেম্বর ফেসবুকে প্রকাশের পর এটির তুমুল প্রতিবাদ করেন পদবঞ্চিতরা। এই নিয়ে দলের অভ্যন্তরেই দ্বিধা-দ্বন্ধ বিরাজমান। বিএনপি ও যুবদলের পদবঞ্চিতরা উপজেলা বিএনপির অফিস দখল করে রাখেন। এরই মাঝে সোমবার সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক নিযুক্ত হওয়া মাসুদুল হক ভূইয়ার নেতৃত্বে উপজেলা সদরের বাইরে আনন্দ মিছিল বের করে পদধারী নেতাকর্মীরা। মিছিলটি অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করে কিছুদূর যাবার পরই পুলিশ তাতে বাঁধা দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মিছিলটি পণ্ড হয়ে যায়। এসময় পুলিশকে সরকারি কাজে বাঁধা দেয়ার দায়ে ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করে পুলিশ। পরে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া বলেন, ‘নতুন কমিটি গঠন করায় আমরা নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূূর্ণ মিছিলে বাঁধা দিয়েছে। এতে যুগ্ম আহবায়ক সিরাজুল হক ইমু, কর্মী সাজেদুল হক, আকরামসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।’ কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুপ পাল জানান, ‘সংঘর্ষে কেউ আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে এমনটা আমার অন্তত জানা নেই।’
কসবা থানার পরিদর্শক (ওসি) আলমগীর ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অনুমতি ছাড়াই তারা একটি মিছিল বের করে। এছাড়া যুবদলের পদধারী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা চলতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাঁধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। একজনকে আটক করা হয়েছে।’