কি গভীর অনুভূতি–গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
আরো পড়ুন:
জীবনের চেয়েও বেশি ভালোবাসো
কি দারুণ কথা
কি গভীর অনুভূতি তোমার
এ আপনতা এ ভালোবাসা
ভালোলাগার আবেগ
কি যে মধুময়- আনন্দঘন
তা কি করে বুঝাবো তোমায়?
আমার জীবনের সুপ্ত সত্তায়
তোমার অনুভূতির বাক্যবানে
আজ যে আবেগ আমার মাঝে
এ অনুভূতির উত্তাল তরঙ্গ
অনুতে অনুতে যে ঝরের তান্ডব
আমাকে নিয়ে যাচ্ছে
এ দিগন্ত থেকে অন্য দিগন্তে
প্রশ্ন জাগে সেখানেওকি তুমি আছো
তোমার ভালোবাসা আছে?
যদি থাকে তবে এসো
আমার আজম্ম ভালোবাসা
হৃদয়ের উষ্ণ আবেগ তোমাকে দিবো।