কুবিতে আচরণ শৃঙ্খলা নীতি ও নৈতিকতা শীর্ষক প্রশিক্ষণ

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে দআচরণ, শৃঙ্খলা, নীতি ও নৈতিকতাদ শীর্ষক আট দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার কুবি ভার্চুয়াল ক্লাস রুমে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট’র উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এম. আমিনুর এবং কুমিল্লা বার্ডের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি‘র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
অনুষ্ঠানের প্রফেসর ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সরকারি রুলস এন্ড রেগুলেশন শুধু কর্মকর্তাদের জন্য নয়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদেরও ঐ রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হয়। আমরা কেউ স্বাধীন নই, আমাদের সবাইকে একটি নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সুশৃঙ্খল কর্মচারী হিসেবে আত্মপ্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করবেন, নিজেদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন