কুবিতে সকল পরীক্ষা স্থগিত

অফিস রিপোর্ট।

পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে সশরীরে চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। শুক্রবার শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউন্সিল (শিক্ষা পরিষদ)।

 

এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী পরীক্ষার উদ্দেশ্য ইতোমধ্যে কুমিল্লায় এসেছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দিবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি এবং হল প্রাধ্যক্ষবৃন্দকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সমন্বয় করে পরিবহনের শিডিউল করে পরবর্তীতে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিবেন।

 

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ জুন থেকে সশরীরে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এসময় কয়েকটি বিভাগ তাদের মিডটার্ম পরীক্ষাও নিতে থাকে। সর্বশেষ বৃহস্পতিবার (২৪ জুন) রাতে পরীক্ষা কমিটির এক সভা শেষে সশরীরের পরীক্ষা স্থগিতের সুপারিশ করে এ কমিটি।