কুবির ছাত্র মেহেদির ইন্তেকাল

অফিস রিপোর্টার।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের ছাত্র তানিন মেহেদি (২১) বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ২০১৭ সাল থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন। বিকালে বাদ আসর চাঁদপুর জেলার মতলব উপজেলার লাকশিবপুর পাটোয়ারী বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা-মা এবং একমাত্র বোন মেহেদিকে হারিয়ে শোকাহত। সে কুমিল্লার ইবনে তাইমিয়া কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষা পাশ করেন।
ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল তানিন মেহেদির মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।