কুমিল্লায় ইট ভাটায় মোবাইল কোর্ট ও জরিমানার প্রতিবাদে বিক্ষোভ


অফিস রিপোর্টার।।
কুমিল্লায় ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিকরা। মঙ্গলবার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মো. ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুল মতিন ও সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না, তা না হলে আমরা ভ্যাট টেক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবো। কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারি ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে।