কুমিল্লায় ১৬ শিক্ষককে সম্মাননা ও ৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি

 প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষককে সম্মাননা ও ৪২জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে দিয়েছে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি। শুক্রবার কুমিল্লা ক্লাব মিলনায়তনে ওই সম্মাননা দেওয়া হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ আজিজ, মুজিবুর রহমান, নাসিরউদ্দিন, উপদেষ্টা আবদুর রউফ চৌধুরী, আবদুল মান্নান, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনুর আলম, সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু , সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ও বিশিষ্ট চিকিৎসক দীপংকর লোধ, চিকিৎসক বাসুদেব দাস, সম্মাননাপ্রাপ্ত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোহাম্মদ আইনুল হক ও বর্তমান প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ন রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক সোহাগ।
সম্মাননাপ্রাপ্ত ১৬জন শিক্ষক হলেন, মোহাম্মদ আইনুল হক, কাজী ওমর সিদ্দিকী হাসান হাফিজুর রহমান, ফাহমিদা বেগম, ফেরদৌস জাহান, আফরিনা আক্তার মিশু , সুমাইয়া আফরিন সানী, আমেনা বেগম, কুলছুম আক্তার স্বপ্না, মাহিনুর আক্তার, মাকসুদুর রহমান, অরুপা সরকার, মাছুম বিল্লাহ,নাদিয়া সারোয়ার, নাহিদা আফরোজ ও মো. তোফায়েল হোসেন মজুমদার।
এদিকে যমজ দুই বোন খাদিজা আক্তার ও নুসরাত জাহানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রয়াত প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন লোধ মেধাবৃত্তি দেওয়া হয়। এছাড়া সমিতির ৩৫ জন সদস্যের সন্তানকেও বৃত্তি দেওয়া হয়।