কুমিল্লার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অনলাইন পোর্টালের দুইজন গ্রেফতার

 

কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ের অস্থায়ী পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একটি অনলাইন পোর্টালের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি কুমিল্লার এসপি খান মোহাম্মদ রেজওয়ান সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন, কুমিল্লা টাইমস অনলাইন পোর্টালের সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল ও নির্বাহী সম্পাদক ফয়সাল মবিন পলাশ। সিআইডি কুমিল্লার পরিদর্শক মো. আতিকুর রহমান বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা দায়ের করেন।

সিআইডি কুমিল্লার এসপি জানান, পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিও প্রকাশ করে কুমিল্লা টাইমস নামের একটি অনলাইন গণমাধ্যম। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে।