কুমিল্লার শিক্ষার্থীদের হাতে হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী

 প্রতিনিধি।।
বিশ্বের বঞ্চিত ও নিপীড়িত মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনীতেই রয়েছে মানবিক সব বৈশিষ্ট্য। বাবা-মায়ের কাছ থেকেই তিনি এসব গুণাবলী রপ্ত করেছেন। তাই নতুন প্রজন্মকেও বঙ্গবন্ধুর মতো বাবা-মাকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতাই নন বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষেও তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাই দেশের আগামী দিনের কর্ণধার হতে হলে সর্বক্ষেত্রেই তাঁর আদর্শ মেনে চলতে হবে।

বৃহস্পতিবার কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয় মিলনায়তনে জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ শীর্ষক আলোচনা সভা ও অসমাপ্ত আত্মজীবনী বিতরণীতে এসব কথা বলেন বক্তারা। এতে কুমিল্লার প্রধান চারটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল, ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়, মডার্ন স্কুল ও কুমিল্লা হাইস্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় প্রত্যেককেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার প্রদান করা হয়। মহান নেতার জীবনী পেয়ে উজ্জীবীত হন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুমিল্লা মডার্ন স্কুলের চিত্রা রায়, কুমিল্লা হাইস্কুলের রাইয়ান হক, ফয়জুন্নেছা স্কুলের নাজিফা নওরিন ও জিলা স্কুলের শিক্ষার্থী সুহৃদ মিত্র রাজ। বঙ্গবন্ধু পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আয়ুবুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজান ইবনে হোসাইন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, কুমিল্লা জেলা সদস্য সচিব ড. দুলাল চন্দ্র নন্দী।