কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, দুই লক্ষ টাকা জরিমানা
আরো পড়ুন:
আবু সুফিয়ান রাসেল
মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে কুমিল্লায় এক প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। শনিবার কুমিল্লা সদরের বিবির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। কাশফুল ফুড ইন্ডাস্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠানে মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কাশফুল ব্র্যান্ডের অনুমতি নিয়েনবান্ন নামক ব্র্যান্ডের পণ্য তৈরি করতে দেখা গেছে।
এছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্লাস্টিক দিয়ে চিপস তৈরির অভিযোগের সরাসরি সত্যতা পাওয়া যায়। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এই জরিমানা করা হয়।