কুমিল্লায় আগুণে পুড়লো ৫ দোকান
মোহাম্মদ শরীফ।
আরো পড়ুন:
কুমিল্লার বি-পাড়া উপজেলায় আগুণে পুড়ে গেছে পাঁচ দোকান। মঙ্গলবার (৭মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার থানা গেইটের বিপরীতে দোকান সমূহে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঘটনায় বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে বলে ধারণা প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকান্ডে ফার্মেসী সহ শাহিন আলমের তিনটি দোকান, জহিরুলের একটি ও আবদুল জলিলের একটি দোকান পুড়ে যায়। এতে পাঁচ দোকানীর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতির প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস টিমের ফায়ার ফাইটার আবু তালিব জানান, ‘ খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে। ফার্মেসী পাঁচটি দোকান আগুণে পুড়ে যায়। দোকানীরা তাদের পণ্য সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। প্রাথমিক ভাবে পাঁচটি দোকানে পাঁচ লাখ টাকার ক্ষতিে আশঙ্কা করছি।
বি-পাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান,’ঘটনাস্থল সকালে পরিদর্শন করেছি। একটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। অন্য দোকানীরা পণ্যে সরিয়ে নিতে পেরেছে। আবেদন করলে ক্ষতিপূরণের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিবো।