কুমিল্লায় করোনায় আক্রান্ত ৩০, সুস্থ ৬৫জন

আমোদ রিপোর্টার

 

কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ জন। সুস্থ হয়েছেন ৬৫জন । এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ত্রিশজনে দাঁড়াল। বুধবার কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা গুলো থেকে এ পর্যন্ত ২৩হাজার ৮৮৫ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। রিপোর্ট এসেছে ২৩ হাজার ৮১৮ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে তিন হাজার ৫০ জন। মারা গেছেন ১৩০ জন। বুধবার নতুন করে আক্রান্ত ৩০ জনের মধ্যে ১৮ জন কুমিল্লা নগরীর। অন্যরা হলেন,আদর্শ সদরে তিনজন, তিতাসে ছয়জন,হোমনায় একজন ও বুড়িচংয়ে দুইজন। এ দিন কুমিল্লা নগরীতে ২৫জন, তিতাসে তিনজন,লাকসামে ১৯জন,বরুড়ায় আটজন ও সদর দক্ষিণে ১০জনসহ ৬৫জন সুস্থ হয়েছে।