কুমিল্লায় চার প্লাটুন বিজিবি মোতায়েন

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লায় কোরান অবমাননার অভিযোগে নগরীতে দফায় দফায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বুধবার নগরীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবির সদস্যরা নগরীর বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছেন।

সূত্রমতে, কুমিল্লা নগরীর নানুয়ারি দিঘিরপাড়ের একটি পূজামণ্ডপকে ঘিরে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে। সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপুরের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে রাব্বি জানান, কুমিল্লায় যেন কোনো ধরনের আপত্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।