কুমিল্লায় ফল উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ

 

সুস্থ্য যদি থাকতে চান দেশী ফল বেশী খান। রোপন করলে ফলের চারা আসবে সুখের জীবন ধারা। পুষ্টি তথ্য মতে সুস্থ্য থাকার জন্য প্রতিদিন ২০০ গ্রাম ফল খাওয়া উত্তম। সীমিত উৎপাদনের কারনে আমরা খেতে পারছি মাত্র ৭৭ গ্রাম। আধুনিক কলাকৌশল বাস্তবায়ন হলে ফলের চাহিদা মিটিয়ে আর্থিক মুনাফা অর্জন করা সম্ভব। সার্বিক বিষয়কে গুরুত্ব দিয়ে, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লা এর আয়োজনে, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায়, ১৪/০৬/২০২১ তারিখে, বারি এর সেমিনার কক্ষে, ফল উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন- ড. মো. শাহাদাত হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্যানত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুরা; ড. মো. হাবিবুর রহমান তুহিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। সভাপতিত্ব করেন- ড. মো. আলমগির সিদ্দিকী, প্রকল্প পরিচালক, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ড. মো. আইউব হোসন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা।

—সংবাদ বিজ্ঞপ্তি।।