কুমিল্লায় ৩০ জনের করোনা শনাক্ত: সুস্থ ৮৪জন
আরো পড়ুন:
আমোদ রিপোর্টার
কুমিল্লায় মঙ্গলবার নতুন করে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬২৪ জনের। জেলায় এদিনে দুইজনসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৪৮ জন। এদিনে ৮৪ জনসহ সর্বমোট সুস্থ হয়েছে চার হাজার ৮১জন। মঙ্গলবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২২জন, বরুড়ায় তিনজন, লাকসাম, মনোহরগঞ্জে ও দেবিদ্বারে একজন করে, নাঙ্গলকোটে দুইজন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৬ হাজার ৫৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৫হাজার ৫৯৭ টির।