কুমিল্লায় ৩১ জন করোনায় আক্রান্ত

 

আমোদ রিপোর্টার

কুমিল্লায় শুক্রবার ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন পাঁচ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন। এ পর্যন্ত জেলায় মোট ১৩১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শুক্রবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন- কুমিল্লা নগরীতে ২৮ জন, চৌদ্দগ্রাম দুইজন ও সদর দক্ষিণে একজন। এদিকে এ দিন জেলায় নতুন করে কেউ সুস্থ হয়নি, কেউ মারাও যাননি।