কুমিল্লায় ৪৭ জনের করোনা শনাক্ত

 

আমোদ রিপোর্টার

কুমিল্লায় শুক্রবার ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৭৪ জনের। জেলায় এদিনে পাঁচজনসহ সর্বমোট সুস্থ হয়েছে চার হাজার ২৮৬জন। এ দিন বুড়িচংয়ে একজন নারীসহ এ পর্যন্ত মোট মারা গেছে ১৫০জন। শুক্রবার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এই তথ্য জানায়।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীতে ২২জন, চান্দিনা, চৌদ্দগ্রাম,বরুড়া,সদর দক্ষিণে তিনজন করে, বুড়িচংয়ে চারজন,আদর্শ সদরে দুইজন, নাঙ্গলকোটে ছয়জন এবং লালমাইতে একজন আক্রান্ত হয়েছে।

 

এ পর্যন্ত জেলায় ২৭ হাজার ৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৫হাজার ১১৩ টি।