কুমিল্লা জেলা পরিষদে দলীয় মনোয়ন পেলেন মফিজুর রহমান বাবলু

প্রতিনিধি।।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে এই মনোনয়ন দেয়া হয়। ফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন মফিজুর রহমান বাবলু। তাকে মনোনয়ন দেয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা।
স্থানীয় সূত্র জানায়, মফিজুর রহমান বাবলু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নির্বাচিত ভিপি ছিলেন। ডাকসু সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে ছিলো তাঁর অসামান্য অবদান। যুদ্ধের সময় পাকিস্তানিরা তাঁর চৌদ্দগ্রামের পৈত্রিক ভিটা জ্বালিয়ে দেয়। সেই অগ্নি সংযোগে তাঁর চারজন চাচা শহীদ হন।
তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু বলেন,বাবলু ভাই একজন সহজ সরল মানুষ। জীবনে দলের জন্য অনেক করেছেন। এরশাদ এবং খালেদা জিয়ার আমলে হরতালের দিন ভোরবেলা কান্দিরপাড়ে এসে দেখতাম বাবলু ভাই সবার আগে দাঁড়িয়ে আছেন। এ মানুষটিকে অবশ্যই জেলা পরিষদ চেয়ারম্যানের চাইতেও অনেক বড় পদের জন্য যোগ্য বলে মনে করি। তাকে মূল্যায়ন করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।