কুমিল্লা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৫ রুটে বাস চলাচল বন্ধ

 

অফিস রিপোর্টার।।

বর্ধিত তেলের দামের সাথে বাস ভাড়া সমন্বয় না করায় লোকসানের আশংকায় কুমিল্লাা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৫টি রোডে বাস চলাচল শুক্রবার থেকে বন্ধের ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার নগরীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক ঘোষণা দেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জ¦ালানির তেলের বর্ধিত মূল্যের সাথে বাস ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য শুক্রবার থেকে কুমিল্লা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ থাকবে। নেতৃবৃন্দ বলেন, ধর্মঘটের বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত না হলেও কোনো মালিক বাস না চালালে তাকে বাধ্য করা হবে না। কেউ চালালে তাকে বাঁধা দেয়া হবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরি সভাপতি তাজুল ইসলাম, সংগঠনের মহাসচিব জলিশ আবদুর রব, অতিরিক্ত মহাসচিব আলী মনসুর ফারুক, কোষাধক্ষ সুভাষ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।