কুমিল্লা বিভাগ ঘোষণা নিয়ে সরগরম আলোচনা

 

অফিস রিপোর্টার।।
কুমিল্লা বিভাগ ঘোষণা নিয়ে সরগরম আলোচনা চলছে ফেসবুকে। রোবাবার বিকাল থেকে এই আলোচনা ছড়িয়ে পড়ে। সেখানে আলোচনা চলছে সোমবার কুমিল্লা বিভাগ ঘোষণা হতে পারে। কেউ চাইছেন কুমিল্লা নামে বিভাগ। কেউ বলছেন ময়নামতি হলেও অসুবিধা নেই। কেউ আরো বেশি গভীর আলোচনা করতে গিয়ে লিখেছেন- বিভাগ হলে মানুষের জীবনমানের কি উন্নতি হবে। এদিকে রোববার বিকালে কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা শফিক সিকদার তার ফেসবুকে লিখেছেন, মন্ত্রী পরিষদের নিয়মিত সভায় কাল(সোমবার) কুমিল্লা বিভাগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগেই নিউজ, আর্টিকেল পোস্ট শেয়ার করাটা যুক্তিযুক্ত নয়। প্রাণের কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি: কুমিল্লা নামেই হোক বিভাগ। উল্লেখ্য-কয়েক দশক ধরে কুমিল্লা বিভাগ বাস্তাবায়নের দাবি জানিয়ে আসছেন কুমিল্লাবাসী।