কুমিল্লা সদর দক্ষিণের গ্রাম পুলিশরা পেলো বাইসাইকেল
আরো পড়ুন:
মাহফুজ নান্টু ।।
তথ্য উপাত্তের প্রথম উৎস গ্রাম পুলিশ। তারা যদি বাহন পায় তাহলে দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে। পাশাপাশি তাদের দেয়া তথ্য উপাত্তে এলাকাভিত্তিক সমস্যা ও তার সমাধান খুঁজে বের করা সম্ভব হয়। বুধবার দুপুর ১ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত উসমান ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোস।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোস বলেন, উপজেলার মোট ৭ টি ইউনিয়নের ৪৩ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই নয়, জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক গ্রাম পুলিশকে একটি করে নোট বই দেয়া হয়েছে। তারা এখন থেকে সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করে জন্ম মৃত্যু নিবন্ধনের জন্য সহযোগিতা করবেন।