কুমেক হাসপাতালে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

 

আমোদ রিপোর্টার

গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের। মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

 

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাজী খায়েরের ছেলে হারুনুর রশিদ, কুমিল্লার বরুড়া উপজেলার আশরাফুল ইসলামের মেয়ে হালিমা বেগম, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসার হাজী আবদুল মাজিদের মেয়ে তানজিবেন্নেছা এবং কুমিল্লা নগরীর কাপ্তান বাজারের তাজ উদ্দিনের ছেলে গোলাম রহমান। উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯৭ জন।