কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু

 

আমোদ প্রতিবেদক।।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। হাসপাতালের আইসিইউতে একজন এবং আইসোলেশন ওয়ার্ডে তিনজন মারা যায়। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

তিনি জানান, তাদের মধ্যে আবুল কাশেম (৭৮) নামে একজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি কুমিল্লা নগরীর তদবুল হোসেনের ছেলে ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া আইসিইউ এবং আইসোলেশন ওয়ার্ডে মারা যান, করোনা উপসর্গে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের দুদু মিয়ার ছেলে ছিদ্দিকুর রহমান (৭৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবদুর রহমানের ছেলে আবদুর গফুর (৬০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার আছমত আলীর ছেলে আবদুল বাতেন (৭৫)।

উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২১৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৭০জন ও উপসর্গে ১৪৫ জন।