কোভিডের হাহাকার; মহিউদ্দিন চৌধুরী মাহিন
করোনা সতর্কতায়
লাগাও তোমার মুখে মাস্ক
হাতে লাগাও গ্লাভস
বিশ সেকেন্ডে হাতটা ধুও দিয়ে হ্যান্ডওয়াশ
করোনাকে করো তুমি ক্ষত বিক্ষত লাশ।
আরো পড়ুন:
ভুলে যেও না করোনাকে এই ভেবে যে –
তুমি নিতে পারছ শ্বাস
করোনা এখনো হয়েছে আরো
সক্রিয়তায় প্লাস।
মাস্ক যদি না পড় তুমি হবে সর্বনাশ
করোনা এসে আটকে দিবে তোমার নিশ্বাস।