ক্যাম্পাস বার্তা’র উদ্যোগে ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আরো পড়ুন:
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তা’র উদ্যোগে বেসরকারি কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের নীচ তলায় ক্যাম্পাস বার্তার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, প্রভাষক গুলজার হাসান, প্রধান অফিস সহকারী মোহাম্মদ মাজহারুল আলম, মো. সাইফুদ্দিন সুমন, ক্যাম্পাস বার্তার সম্পাদক আশিক ইরান, নির্বাহী সম্পাদক আবু সুফিয়ান রাসেল, বিজ্ঞাপন সম্পাদক মুবাশ্বিরুল ইসলাম খুশবু, তথ্য প্রযুক্তি সম্পাদক মাকছুদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ক্যাম্পাস বার্তার সদস্যরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে প্রতি ঈদে চমৎকার এ আয়োজনটি করে থাকে। শিক্ষার্থীদের সামর্থ কম থাকা সত্ত্বেও তাদের সহযোগিতা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার। আগামী দিনগুলোতে ক্যাম্পাস বার্তা তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে আরও ভালো ভালো উদ্যোগ গ্রহন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী বলেন, ক্যাম্পাস বার্তার আয়োজনে এমন উদ্যোগকে স্বাগত জানাই। সীমিত সামর্থের মধ্যে শিক্ষার্থীদের চেষ্টায় এমন আয়োজন তাদের সেবা ও নেতৃত্বের মনমানসিকতা সৃষ্টি করবে।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের সাথে ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের হাতে ঈদ উপহার তুলে দেন। উল্লেখ্য ক্যাম্পাস বার্তা ২০০৯ সাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে দীর্ঘ ১৪ বছর সাহিত্য চর্চা, সাংবাদিকতা প্রশিক্ষণ, সৃজনশীলতা চর্চা, ম্যাগাজিন প্রকাশসহ সেবামূলক কাজে গুণীজনসহ সর্বমহলে প্রশংসা কৃুড়িয়ে আসছে।