ক্ষতিকর রঙ দিয়ে নামি ব্র্যান্ডের আইসক্রিম, ৫০ হাজার জরিমানা
আমোদ প্রতিনিধি।।
আরো পড়ুন:
কুমিল্লায় একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
তিনি বলেন, কুমিল্লার জগন্নাথপুর এলাকার ঢাকা আইসক্রিম ফ্যাক্টরিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। তারপর সেই আইসক্রিমে নামি-দামি ব্রান্ডের মোড়ক লাগিয়ে বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫ হাজার আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।