খুন হয়ে যাওয়ার আতংকে কুমিল্লা সিটি কাউন্সিলর বাবুল!

 

আমোদ রিপোর্টার।।

খুন হয়ে যাওয়ার আতংকে আছেন বলে দাবি করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বাবুল। তিনি বলেন, স্থানীয় আবদুল মতিন সর্দারের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। খুনিরা আমাকেও হুমকি দিচ্ছে। যদি আমাকে মেরে ফেলে তখন আপনারা আমার জন্য দুই কলম লিখবেন। তিনি সোমবার কুমিল্লা নগরীর ১৬নংওয়ার্ডে তার বাড়িতে সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান। এর পূর্বে তার বাড়ির সামনে খুনিদের বিচার দাবিতে রাস্তায় কয়েক শ’ নারী পুরুষ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা কাউন্সিলর বাবুলের জীবনের নিরাপত্তা দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, গেল সিটি নির্বাচনে যারা পরাজিত হয়েছে তারা এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য শুরু থেকেই ষড়যন্ত্র করছে। তারা স্থানীয় মতিন সর্দারকে খুন করে ১৬নং ওয়ার্ডকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিণত করতে চাচ্ছে। এই হত্যার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীসহ নানা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলছে। আমি মাদকসহ কোন অপকর্মের সাথে কখনো জড়িত হইনি,ভবিষ্যতেও হবো না। আমার কোন বাহিনী নেই। আমার শক্তি এলাকার জনগণ। আমার কোন অপরাধ থাকলে প্রশাসন তদন্ত করতে পারে। মতিনের হত্যাকারীরা নানা ষড়যন্ত্র করছে। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। এসময় উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফটিকসহ অন্যান্যরা।

 

নগরীতে ব্যবসায়ী হত্যা,  চারদিনেও গ্রেফতার হয়নি কাউন্সিলর আলমগীর