গরুর হাটের সামনে মাস্ক নিয়ে হাজির তারা

 

অফিস রিপোর্টার।।
হাতে মাস্ক ও সেনিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে গরুর বাজারের সামনে হাজির একদল যুবক। উদ্দেশ্য হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া। ভিন্ন রকম এ কার্যক্রম চোখে পড়ে সদর দক্ষিণ উপজেলার লক্ষিপুর বাজারে ও কুমিল্লা সদর উপজেলার বৌয়ারা বাজারে।

সূত্র জানায়, স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে গরুর হাটের প্রবেশপথে জনসাধারনের জন্য এ কার্যক্রম পরিচালনা করে। কার্যক্রমে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন গলিয়ারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুর রহমান।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম সজীব জানান, আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ সামনের দিন গুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।