গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ ছাত্রলীগ নেতা আসিফ মান্নাকে (২৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক এবং উপজেলার সিঙ্গারিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর পুত্র আসিফ মান্নাকে পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন এলাকার বিষ্ণুপুর রানওয়ে বাজার এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়ন বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা আসিফ মান্নাকে আটক করেন। এসময় তার জিম্মা থেকে উদ্ধার করা হয় তিন কেজি ভারতীয় গাঁজা। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
বিজয়নগর থানার পরিদর্শক ফয়সাল আহমেদ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘মান্নাকে বিজিবি সদস্যরা তিন কেজি গাঁজাসহ আটকের পর থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, ‘মান্নার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে সংগঠন থেকে বহিস্কার করা হবে।