চলে গেলেন আওয়ামী লীগ নেতা সফিক শিকদার

 

 প্রতিনিধি।।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সোমবার রাত পৌনে ১১ টায় কুমিল্লা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সফিক শিকদার মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে নগরীর সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের সূত্র জানায়,সফিক শিকদার ৮০ এর দশকে তিনি ছিলেন রাজপথ কাঁপানো ছাত্র নেতা। তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান পদেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।