চাঁদপুরে এসএসসি ‘৯৭, এইচএসসি’৯৯ বন্ধুদের মিলন মেলা
আরো পড়ুন:
‘ সত্যিকারের বন্ধুত্ব চিরদিনের ‘ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ৯৭/ ৯৯ এসএসসি ও এইচএসসি বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
এ মিলনমেলাতে অংশ নেয় চাঁদপুর ও ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের একই গ্রুপের প্রায় ৪০টি স্কুলের বন্ধুরা।
শুক্রবার ( ১৬ অক্টোবর ) শহরের রসুইঘর চাইনিজ এন্ড পাটি সেন্টারে মিলনমেলায় পরিচিতি, আড্ডা, সাংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন ঢাকার বন্ধুদের মধ্যে বিপন বিপ্লব, মাহমুদুল্লাহ বিটু এমএইচ রাসেল, ফয়সাল, এমএইচসুমন, সম্রাট জাহাাঙ্গীর, মতলব উত্তর দুরন্ত ৯৭, চাঁদপুরের মানিক, শুভাষিস(শ্রীগুরু), রাশেদ, সাদ্দাম, কামাল, রুবেল, লক্নন, ছাদ্দাম, জাফর,জুয়েল,রাজিব, শিশির, রাসেল মাঝি,জহির,মৃনাল,শামছুলআলমসূয, ফেরদৌসখান, ডাঃতানভীর, শামিম,অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম,, মোতালেব, মাসুদ, পলাশ,নিতুন সরকার, শাাামিম, মোজাম্মমল সহ অনান্যরা।
— প্রেস বিজ্ঞপ্তি।।