চালক ও হেলপারের কুমিল্লার বাড়িতে আহাজারি

 

আমোদ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক ও হেলপারের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামে এ চিত্র দেখা গেছে।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন; পশ্চিম ধনমুড়ি গ্রামের দ্বীন ইসলামের ছেলে চালক নুরুন্নবী নিলয়(২৬) ও ছিদ্দিকুর রহমানের ছেলে হেলপার সাহাব উদ্দিন মিয়া(৩০)। নিহতদের আত্মীয় স্বজন সূত্রে এ তথ্য জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব হাসান জানান, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস সিলেটে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় পিকআপ ভ্যান ও বাসের দুই হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা এবং হাইওয়ে থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করেছেন। হাসপাতালে নেয়ার পর পিকআপ ভ্যান হেলপার সাহাব উদ্দিনের মৃত্যু হয়। পরিবারের উপার্জনক্ষম ছেলেদের হারিয়ে কান্না থামছে না স্বজনদের।