চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়ার আরেক ধাপ অগ্রগতি
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
মহামারি কভিড প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার ঘটলো আরেক ধাপ অগ্রগতি। একই সাথে আড়াইশ’ রোগীকে অক্সিজেন সেবা দেয়ার সক্ষমতা অর্জিত হলো। অধিক পরিমাণে অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাই ফ্লো ন্যাজলের মাধ্যমে অক্সিজেন সেবা প্রদানের নিমিত্তে আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থাপিত সেন্ট্রাল লিক্যুয়িড অক্সিজেন প্ল্যান্টের করা হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। এই সিস্টেম চালু হওয়ায় কভিড চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া আরেক ধাপ এগিয়ে গেল। উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে এই সিস্টেমে।
খোঁজ নিয়ে জানা যায়, কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এণ্ড পেনডেমিক প্রিপারনেস প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের সহায়তায় ছয় হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কম্পাউণ্ডে। ‘স্পেকট্রা ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ণ করে। গত আগস্ট মাসের শুরুর দিকে লিক্যুয়িড ট্যাঙ্ক বসানোর কাজ শেষ হয়। কভিড সংক্রমণজনিত কারণে হাসপাতালে চিকিৎসারত রোগীদের মাঝে অক্সিজেন সেবা দেওয়া কার্যক্রম চালুও করা হয়। অবশেষে করা হলো প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন।
সোমবার (২০ সেপ্টম্বর) বিকেলে আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কম্পাউণ্ডে প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। উদ্বোধনকালে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবু সাঈদ, জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাধায়ক ডা. মোহাম্মদ শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিমসহ জেলা স্বাস্থ্য কিমিটি নেতৃবৃন্দ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই সিস্টেমের ফলে একই সাথে ২৫০ জন রোগীকে অক্সিজেন সেবার আওতায় আনা যাবে। সেই সাথে দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাই ফ্লো ন্যাজলের মাধ্যমে অক্সিজেন সেবা। লিক্যুয়িড অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় কভিড চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া আরেক ধাপ এগিয়ে গেল। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে।
আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘অক্সিজেন প্ল্যান্ট স্থাপন এবং চালু হবার মধ্য দিয়ে রোগীদের সমস্যা আনেকটাই সমাধান হয়েছে। আড়াইশ’ রোগীকে এখান থেকেই অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে।’