চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফারুক (৩৫) উপজেলার মির্জাপুর গ্রামের ইদ্দ্রিস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর রাতে মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে শরীফ মিয়ার বাড়িতে চুরি করতে যায় ফারুক। এ সময় তাকে আটক করলে উৎসুক জনতা গণধোলাই দেয়। স্থানীয় লোকজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরণ করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।