চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩পরিবার

 

inside post

 প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে তিন পরিবারের সর্বস্ব। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ অন্তত ৭৫ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত আবদুল আউয়াল নাছির। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টায় উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামে। তবে আগুন লাগার সঠিক কারণ কেউ বলতে পারেনি। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টায় কাকৈরখোলা গ্রামে মাস্টার নূর আহমদের পরিত্যক্ত ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আবদুল আউয়াল নাসির, আবদুল মমিন ও অহিদুর রহমানের ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামবাসীকে সাথে নিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিন পরিবারের বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ অন্তত ৭৫ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবদুল আউয়াল নাসির বলেন, ‘আমার চাচা মাস্টার নুর আহমদের পুরাতন ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব কিছু ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া আমরা কিছুই বের করতে পারিনি। এখন আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি।’
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে-বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত করলে মূল কারণ জানা যাবে।’

আরো পড়ুন