ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার কমিটি ঘোষণা
আরো পড়ুন:
আবু সুফিয়ান রাসেল।।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৪৩ সদস্যের কমিটির নাম প্রকাশ করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) জেলা সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
সভাপতি পদে মনোনীত হয়েছেন মনছুর মিয়াজী, সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. শামিম ফয়সাল। ৪৩ সদস্যের অন্যান্য পদে রয়েছেন সহ সভাপতি আব্দুল্লাহ, মাহমুদুল হাসান সিফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক মো ফাহিদ গাজী, মো. ইমরান হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. হাসান খান,সহ সাংগঠনিক সম্পাদক মো. শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুজন,
অর্থ সম্পাদক মোসা. মুক্তা মজুমদার, সহ-অর্থ সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক মো. পাভেল মিয়াজি, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রিমন,
প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল, উপ-প্রচার সম্পাদক মো. নাজমুল,আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সাকের আহাম্মেদ ইমু, উপ-আন্তজাতিক সম্পাদক হিমন চৌধুরী, সমাজ সেবা সম্পাদক ক্যাডেট আরাফাত, সহ-সমাজ সেবা সম্পাদক মো. শাহ আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাইজা জাহান,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন,গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. আবু সুফিয়ান, আইন সম্পাদক মো. ইয়াসিন হোসেন রাকিব, ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থপনা সম্পাদক মো. মোবারক হোসেন সিপাত, প্রবাসী কল্যান সম্পাদক কাজী মেহেদী হাসান, উপ-প্রবাসী কল্যান সম্পাদক শাকিল ভূইয়া, উপ-প্রবাসী কল্যান সম্পাদক আহম্মেদ রবিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তানবির হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. খোরশেদ আলম, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শহিদুল হক, ক্রীড়া সম্পাদক মো. জাকারিয়া,
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাইফুল ইসলাম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম অর্পূব, সাহিত্য সম্পাদক মো. বোরহান উদ্দিন ফাহিম,পরিবেশ ও জলবায়ু সম্পদকঃমোঃ নিজাম উদ্দিন শুভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পাদক মো. জোবায়ের হোসেন,সাংস্কৃতিক সম্পাদক তারেক আহম্মেদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. জোবায়েদ হোসেন, কার্যকরী সদস্য মেহেদী হাসান, নাজমুল হোসেন, মোঃ শাহনেওয়াজ হোসেন, মো. আবরার আহম্মেদ রাকিব,কাজী মেহেদী হাসান সানী।
জেলা সভাপতি আব্দুস সালাম জানান, এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবেন। আজকের তারিখ থেকে পরবর্তী একবছর এ কমিটির মেয়াদ থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে। সংগঠকদের দাবি শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্য দূরীকরণের জন্য কাজ করেছে এ সংগঠন। এ দলের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।