জাতির জনকের জন্মবার্ষিকীতে হাইওয়ে পুলিশের শ্রদ্ধা
অফিস রিপোর্টার।।
আরো পড়ুন:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ। দিবসটিকে স্মরণিয় করে রাখতে রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সকল সদস্য উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম।
এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।