‘জাপান কাহিনি’র পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠিত
আরো পড়ুন:
আবু সুফিয়ান রাসেল।।
লেখক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক আশির আহমেদ এর জাপান কাহিনি বইয়ের পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দুর্বার কারিগরি ইন্সটিটিউট মিলনায়তনে লেখক পাঠকের এ বন্ধন অনুষ্ঠিত হয়। আলোচনায় আশির আহমেদ জাপান জীবনের শিক্ষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ধর্ম, আইন কানুনসহ নানা বিষয়ে আলোচনা করেন। প্রকাশনা প্রতিষ্ঠান জোড়া শালিক এর সহযোগিতায়
ছোটগল্পের আসর ও মৃত্তিকা সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় পাঠকের নানা প্রশ্নের জবাব দেন লেখক আশির আহমেদ। দুই ঘণ্টার সাহিত্য জলসায় জাপানিদের আত্মহত্যার কারণ নিয়ে প্রায় ঘণ্টা ব্যাপী আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক হাসান, মো. ফরিদ উদ্দিন, হালিম আবদুল্লাহ, বিজন দাস, আবদুর রাজ্জাক, আহাম্মেদ কবীর, সৈয়দ আহমাদ তারেক, তারিক ওবাদুল্লাহ, কল্লোল মজুমদার, আদিল আহমেদ, অধ্যক্ষ নার্গিস আক্তার, জুবাইদা নূর খান, অমিত ভট্ট, রাহাতুল ইসলাম, মো. এনামুল হক, এস. এ. এম আল মামুন, শাহীন শাহ, হাসিব উল ইসলাম, মাসুক আলতাফ চৌধুরী, চন্দন দাস, মোহাম্মদ আনোয়ার হোসেন, খন্দকার নিসার উদ্দিন আহমেদ, মেহেরুন্নেছা, রুবেল কুদ্দুস, রাহুল তারণ, জামাল উদ্দিন দামাল, সঞ্জীব তলাপাত্র, মাহবুবুল আলম বাবু, রোখসানা ইয়াসমিন মণি প্রমুখ।