জিএম কাদেরের সাথে সাক্কুর সাক্ষাত নিয়ে নানা গুঞ্জন!

 

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। তার এই সাক্ষাতকে কেন্দ্র করে সাবেক মেয়র সাক্কু জাতীয় পার্টিতে যোগদান করছেন বা শিগগিরই করবেন এই খবর বুধবার কুমিল্লা নগরীতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। নানা আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু বুধবার দুপুরে জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপির আমন্ত্রণে ঢাকায় তার রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত করেন। এ সময় জাপা মহাসচিব মজিবুল হক চুন্নুও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, আমি জাতীয় পার্টিতে যোগদানের প্রশ্নই উঠে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি গেল কুমিল্লা সিটি নির্বাচনের কারচুপি প্রসঙ্গে জানার জন্য আমাকে বেশ কয়েকবার ফোন করে দেখা করতে বলেন। কারণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ কুসিক নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যে জালিয়াতি হয়েছে তা তার ( জাপা চেয়ারম্যান) কাছে জানতে চায়।

তাই জাপার চেয়ারম্যানের আমন্ত্রণে আমি আজ (বুধবার) দুপুরে তার অফিসে দেখা করি। কুসিক নির্বাচনে কিভাবে কারচুপি হয়েছে, ফলাফলে জালিয়াতি হয়েছে আমি তা বিস্তারিত বলেছি। জাপা চেয়ারম্যানের সাথে কুসিক নির্বাচন ছাড়া আর অন্য কোন বিষয়ে আমার কথা হয়নি।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু জাতীয় পার্টিতে যোগদান নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
উল্লেখ্য-১৫জুন অনুষ্ঠিত নির্বাচনে মনিরুল হক সাক্কু ৩৪ ভোটে পরাজিত হন।