ট্রাকের চাকার নিচে আটকে ছিলো অটোরিকশা চালকের মরদেহ
আমোদ প্রতিনিধি।।
আরো পড়ুন:
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের কালিকাপুরে এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক আলমগীর দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের কোড়ালপাড়া বাড়ির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
ওসি বলেন, আমি টহলে বের হয়েছি। কালিকাপুরে যাওয়ার পর দেখলাম সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাক গাছে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তখন সেখানে তেমন কেউ ছিল না। গিয়ে দেখি ট্রাকের নিচে একটা সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে পড়ে আছে। সিএনজি অটোরিকশা চালক ট্রাকের পেছনের চাকার নিচে আটকে আছে। তখন লোকটা বেঁচে ছিল। বহু চেষ্টা করেও ট্রাকের চাকার নিচ থেকে বের করতে পারিনি। সে অল্পকিছুক্ষণের মধ্যেই মারা যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ফাঁড়িতে কল দেই।
তিনি আরও জানান, ট্রাক চালক আমরা আসার আগেই পালিয়েছে। প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করবো।