দেবিদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার বড়শালঘর গ্রামের বাদশা মিয়ার বাগান বাড়ির পুকুরে। নিহতরা হলো উপজেলার বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে হৃদয় (৭) এবং অনন্তপুর গ্রামের অলি মিয়ার ছেলে আরিয়ান (৬)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

পরিবারের লোকজন জানান, দুপুরের খাবার খেতে না আসায় হৃদয় ও আরিয়ানকে খুঁজতে থাকেন। পরে বিকেল সাড়ে ৩টায় কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে আরিয়ান ও হৃদয়কে পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করে। এসময় বাড়ির লোকজন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজন বাদশা মিয়া জানান, হৃদয় আমার বড় ভাই মহসীন মিয়ার ছেলে এবং আরিয়ান আমার খালাতো ভাই। তার পিতা অলি মিয়া পেশায় অটোরিক্সা চালক। আরিয়ান আমাদের বাড়িতেই থাকতো। দু’জনকে বড়শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি করিয়েছিলাম।