দেবিদ্বার পৌর ছাত্রলীগের চারা রোপণ

 

মোহাম্মদ শরীফ

নানা রকম ঔষধি ও ফলজ গাছ উপজেলা ব্যাপী লাগানোর উদ্যোগ নিয়ে নিয়েছে দেবিদ্বার পৌর ছাত্রলীগ। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সমন্বয়ে দেবিদ্বার উপজেলায় মোট ৪৫০টি চারা রোপণ করা হবে। পৌর সভায় চারা রোপণ করে শুক্রবার সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্ভোধন  করা হয়। এসব চারার মধ্যে রয়েছে- নিম, অর্জুন, চালতা, আম ও কাঁঠাল। উপজেলার প্রতিটি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, খেলার মাঠ ও গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে রোপণ করা হবে এসব চারা।

 

দেবিদ্বার পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, ‘প্রতি ওয়ার্ডে কমপক্ষে ৫০টি চারা করে মোট ৪৫০টি চারা রোপণ করবো।
সার্বিক সহযোগিতায় স্ব স্ব ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ থাকবে’।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, ‘মানবিক ও সেবা মূলক কাজে ছাত্রলীগ বার বার প্রশংসীত হয়েছে। তাদের এই কার্যক্রম দেবিদ্বারকে সবুজায়ন করবে’।

চারা রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন,
ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জামিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইমুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান মীর, পৌরসভা ছাত্রলীগ নেতা জাবেদ আহমেদ।