ধর্ষকদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় দুই ধর্ষকের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পালিত হওয়া মানববন্ধন কর্মসূচিতে পৌর এলাকার বিশারাবাড়ির ধর্ষক ওবায়দুল্লাহ এবং গোপীনাথপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের ধর্ষক সাইফুল ইসলাম তুষারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিক সমাজের পক্ষে কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদস্য আবুল কালাম আজাদ প্রমূখ। এসময় বক্তারা পৃথক দুই ধর্ষণ ঘটনায় কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবী জানান।